কুড়িগ্রামে ৩ পৌরসভায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪৭

কুড়িগ্রামের তিন পৌরসভা কুড়িগ্রাম, উলিপুর ও নাগেশ্বরীর ৬৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৭টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।  

আহসান হাবীব নীলু কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2015, 05:05 AM
Updated : 24 Dec 2015, 05:05 AM

আগামী ৩০ ডিসেম্বর এ তিন পৌরসভায় ভোট হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, আইনশৃঙ্খলা বাহিনী তিনটি পৌরসভার ৪৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে।

এর মধ্যে রয়েছে কুড়িগ্রাম পৌরসভায় ২৩টির মধ্যে ২০টি, উলিপুরের ১৮টির মধ্যে ১৪টি এবং নাগেশ্বরীর ২২টির মধ্যে ১৩টি।  

নির্বাচন অফিস থেকে জানা যায়, এ তিন পৌরসভায় মেয়র পদে ১৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৩৮ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ৪৪ জন প্রার্থী রয়েছেন।  

কুড়িগ্রাম পৌরসভায় মেয়র পদপ্রার্থীরা হলেন আওয়ামী লীগের আব্দুল জলিল, বিএনপির নুর ইসলাম নুরু, ইসলামী আন্দোলনের বেলাল হোসেন।

এ পৌরসভায় ভোটার সংখ্যা ৫১ হাজার ২৮ এবং ভোট কেন্দ্র ২৩টি।

উলিপুরের মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগের আব্দুল হামিদ, একই দলের বিদ্রোহী প্রার্থী সাজেদুল ইসলাম সাজু, বিএনপির তারিক আবু আলা চৌধুরী, জাপার সফিকুল ইসলাম দারা, জেপির মোজাম্মেল হক মানিক ও ইসলামী আন্দোলনের জাহাঙ্গীর আলম।

এখানে মোট ভোটার ৩৩ হাজার ৬২৪ জন। ভোট কেন্দ্র হবে ১৮টি।

নাগেশ্বরীর মেয়র পদের প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মোহাম্মদ হোসেন ফাকু, বিএনপির আদম আলী, জাতীয় পার্টির আব্দুর রহমান মিয়া, ইসলামী আন্দোলনের রফিকুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওহাব ও আব্দুল আজিজ। 

এ পৌরসভায় মোট ভোটার ৪১ হাজার ২৮৩ জন এবং ভোটকেন্দ্র ২২টি।