মাটিরাঙ্গায় কৃষকদল নেতা হত্যায় ২ জন গ্রেপ্তার

মাটিরাঙ্গা উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম হত্যা মামলায় পুলিশ দুই জনকে আটক করেছে।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2015, 05:06 AM
Updated : 25 Dec 2015, 12:29 PM

মঙ্গলবার রাতে নিহতের স্ত্রী মামলা করার পর মোহাম্মদ সবুজ ও মো. হাশেম নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।

দুজনেরই বাড়ি মাটিরাঙ্গা উপজেলার আদর্শ গ্রামে।

মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার শেষে বাড়ি ফেরার পথে আদর্শগ্রাম এলাকায় দুর্বৃত্তের হামলায় আহত হন উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাটিরাঙ্গা থানার ওসি শাহাদাত হোসেন টিটু জানান, এ ঘটনায় সোমবার রাত সাড়ে ৯টায় নিহতের স্ত্রী শরিফা বেগম বাদী হয়ে থানায় মামলা করেন।

“গ্রেপ্তার দুজনসহ চার ব্যক্তি নজরুলকে হত্যার হুমকি দিয়েছিলেন বলে শরিফা বেগম মামলায় অভিযোগ করেন।”

এরপরই সবুজ ও মো. হাশেমকে আটক করা হয় বলে জানান তিনি।

ওসি আরও জানান, পুলিশ বিষয়টির তদন্ত শুরু করছে। উপজেলার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। 

ওসি শাহাদাত হোসেন জানান, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মাটিরাঙ্গা পৌর নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী বাদশা মিয়ার নির্বাচনী প্রচার শেষে আদর্শগ্রাম এলাকায় একা বাড়ি ফিরছিলেন নজরুল ইসলাম।

বাড়ি কাছাকাছি ব্রিকফিল্ড এলাকায় পৌঁছলে হামলাকারীরা তাকে পাশের বাঁশঝাড়ে নিয়ে মাথা, মুখ থেঁতলে দেয় এবং দুচোখ উপড়ে ফেলে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে তাকে কুপিয়ে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছিল।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

এদিকে নজরুল ইসলাম হত্যার প্রতিবাদে বুধবার দুপুর ২টায় মাটিরাঙ্গায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন প্রতিবাদ সমাবেশ করবে বলে জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।