রাঙামাটির কাপ্তাই উপজলায় পাহাড়ি এক কিশোরী ধর্ষিত হয়েছে।
Published : 17 Dec 2015, 12:33 AM
নবম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরীর মা কাপ্তাই থানায় একটি মামলা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
বুধবার ভোরে ধর্ষণের পর ওই কিশোরী বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি আবদুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিশোরীটিকে থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে আনার পর রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.রশ্মি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হচ্ছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, ভোরে ওই কিশোরী কাপ্তাই সুইডেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট (বিএসপিআই) সড়কে হাঁটতে বের হয়েছিল। একটি অটো রিকশায় চারজন লোক এসে তাকে তুলে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে বিএসপিআই সড়কের কাছে ফেলে পালিয়ে যায়।
ওই কিশোরী পুলিশকে জানিয়েছেন, ধর্ষকদের মধ্যে দুজনের মুখ তার চেনা এবং তারা ওই এলাকায় অটোরিকশা চালান।
কাপ্তাই থানার ওসি রঞ্জন কুমার সামন্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিশোরীর মা বাদী হয়ে রাতে সন্দেহভাজন চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
ওই কিশোরীকে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্লাস্ট রাঙামাটি জেলার সমন্বয়কারী এ্যাডভোকেট জুয়েল দেওয়ান।