পুলিশ হত্যা ও নাশকতার পাঁচ মামলার অভিযোগপত্রভুক্ত আসামি রংপুরের পীরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published : 16 Dec 2015, 11:11 PM
বুধবার রাত সাড়ে ৯টায় উপজেলার নেকমামুদ বাজার থেকে বজলুর রশীদ মুকুলকে (৪০) গ্রেপ্তার করা হয়।
পীরগাছা থানার ওসি আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি বছর ৫ জানুয়ারি-পরবর্তী বিএনপি-জামায়াতের আন্দোলন চলাকালে বজলুর রশীদের নেতৃত্বে পুলিশ কনস্টেবল মোজাহার আলীকে পিটিয়ে হত্যা করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
“একই সময় এই উপজেলায় তারা ব্যাপক নাশকতা চালায়। এসব অভিযোগে পুলিশ পাঁচটি মামলা করে যাতে বজলুর রশীদকে প্রধান আসামি করা হয়।”
পরে বজলুর রশীদসহ জামায়াত-শিবিরের ৩৪২ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র দেওয়ার পর তা গৃহীত হয়েছে বলে ওসি জানান।
বজলুর রশীদ পীরগাছা উপজেলার দেউতি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক।