নারায়ণগঞ্জ শহরের চাঁদমারি বস্তিতে শতাধিক ঘরসহ কয়েকটি ঝুটের গুদাম পুড়ে গেছে।
Published : 16 Dec 2015, 11:07 PM
বুধবার রাত পৌনে ৯টার দিকে আদালত ও পুলিশ সুপারের কার্যালয়ের কাছাকাছি অবস্থিত ওই বস্তিতে আগুন লাগে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক দীনমনি সাংবাদিকদের জানান, আগুন লাগার পরপরই স্থানীয় ফায়ার সার্ভিসের দুটি এবং পরে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
“ততক্ষণে বস্তির শতাধিক ঘরসহ কয়েকটি ঝুটের গুদাম পুড়ে যায়।”
আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কেউ কিছু জানাতে পারেননি।
কারণ অনুসন্ধানসহ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা করা হচ্ছে বলে ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান।