পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আটটি হরিণের চামড়াসহ দুজনকে আটক করেছে র্যাব।
Published : 16 Dec 2015, 11:03 PM
আটককৃতরা হলেন ওই উপজেলার ঘটিচরা গ্রামের আলম মৃধার ছেলে মিরাজ মৃধা (২৭) ও বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি গ্রামের আহম্মদ হাওলাদারের ছেলে হালিম হাওলাদার (৩৮)।
র্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দুপুর ২টার দিকে র্যাবের একটি টহল দল ঘটিচরা গ্রামে মিরাজ মৃধার বাড়িতে অভিযান চালিয়ে মিরাজ ও হালিমকে আটক করে।
এ সময় তাদের স্বীকারোক্তি অনুযায়ী মিরাজের ঘরে রাখা একটি বস্তার ভিতর থেকে ৮টি হরিণের চামড়া উদ্ধার করা হয় বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।