নিখোঁজের ছয়দিন পর নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
Published : 16 Dec 2015, 05:38 PM
বুধবার দুপুরে উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের ইটভাটি এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান আড়াইহাজার থানার ওসি মো. সাখাওয়াত হোসেন।
নিহত ইসমাইল হোসেন রিয়াদ (১১) ওই এলাকার মো. ফিরোজ ভূইয়ার ছেলে। সে ঈদবারদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
রিয়াদের মা রেখা আক্তারের বরাত দিয়ে ওসি বলেন, শুক্রবার ভোরে স্থানীয় মক্তবে পড়তে যাওয়ার জন্য বের হয় রিয়াদ। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না।
“এ বিষয়ে সোমবার রিয়াদের বাবা ফিরোজ ভুইয়া আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বুধবার দুপুরে রিয়াদের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।”
অপহরণের পর তাকে হত্যা করে দুর্বৃত্তরা ডোবায় ফেলে গেছে বলে ধারণা এই পুলিশ কর্মকর্তার।
লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।