বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ১৮টি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে।
Published : 16 Dec 2015, 05:26 PM
বুধবার দুপুরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে প্রাণীগুলোকে উদ্যানে ছেড়ে দেওয়া হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ প্রাণীগুলো বনাঞ্চল থেকে লোকালয়ে এসে মানুষের হাতে ধরা পড়েছিল। পরে ফাউন্ডেশনে এনে চিকিৎসা ও সেবা দিয়ে সুস্থ করে বনে ছেড়ে দেওয়া হয়েছে।
একটি অজগর, একটি মেছোবাঘ, দুটি গন্ধগোকুল, দুটি বাদামি বানর, দুটি নিশিবক, আটটি সরালি হাঁস ও দুটি কালিম হাঁস বনে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অবমুক্ত অনুষ্ঠানে উপস্থিত বিজিবির শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার কর্নেল তরিকুল ইসলাম খান বলেন, বিজয়ের দিনে প্রাণীগুলোকে স্বাধীন জীবনে ফিরিয়ে দেওয়া হল।
এ সময় তিনি সেখানে একটি ফলদ বৃক্ষের চারাও রোপণ করেন।
অনুষ্ঠানে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ, ৪৬ বিজিবি ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।