ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের বহন করা একটি বাসে ডাকাতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Published : 16 Dec 2015, 02:57 PM
বুধবার ভোরে সদর উপজেলার পুলিশ ক্যাম্প এলাকায় লক্ষ্মীপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বাসে এ ডাকাতির ঘটনায় এক শিক্ষকসহ ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সদর থানার ওসি অকুল চন্দ্র বিশ্বাস।
তারা শিক্ষাসফর থেকে ফিরছিলেন বলে ওসি জানান ।
শিক্ষার্থীদের বরাত দিয়ে ওসি বলেন, সোমবার লক্ষ্মীপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সিলেটে শিক্ষাসফরে যায়। মঙ্গলবার রাতে তারা লক্ষ্মীপুরের ফিরছিল।
“পথে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ ক্যাম্প এলাকায় ১০/১৫ জন ডাকাত তাদের একটি বাস ও মাইক্রোবাস আটকে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল, নগদ টাকাসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল লুট করে নেয়।”
ওসি আরও বলেন, “এক পর্যায়ে বহরের আরেকটি বাসের শিক্ষার্থীরা ধাওয়া করলে ডাকাত হামলা চালায়। এতে এক শিক্ষকসহ ১০ জন আহত হয়েছে।”
এ সময় শিক্ষার্থীরা ডাকাত দলের এক জনকে ধরে পুলিশে হস্তান্তর করেছে। পরে অভিযান চালিয়ে পুলিশ আরও চার জনকে গ্রেপ্তার করেছে বলে ওসি অকুল চন্দ্র জানান।