বগুড়ার সারিয়াকান্দি থেকে একটি ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
Published : 16 Dec 2015, 02:34 PM
বুধবার উপজেলার দেবডাঙ্গা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন সংগঠনের কর্মকর্তারা।
ফেডারেশনের সভাপতি এসএম ইকবাল বলেন, দেবডাঙ্গা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে সকাল ১০টার দিকে এলাবাসীর সহায়তায় সাপটি উদ্ধার করা হয়। পরে তা বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিকের কাছে হস্তান্তর করা হয়।
সাপটির ওজন আনুমানিক ১২ কেজি হবে বলেও জানান তিনি।