গাজীপুরের কাপাসিয়ার টোকবাজারে আগুন লেগে ৩০টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
Published : 16 Dec 2015, 01:22 PM
কাপাসিয়া থানার ওসি মো. আহসান উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বেলা পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বলে জানান তিনি।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি।
বাজারের ঢেউটিন ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম বলেন, “আগুনে ৩০টির মতো ছোট-বড় দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।”