৪৫তম বিজয় দিবস উপলক্ষে সদ্য বিলুপ্ত পঞ্চগড়ের গারাতি ছিটমহলে শতকন্ঠে জাতীয় সংগীত উৎসবের আয়োজন করা হয়েছে।
Published : 16 Dec 2015, 12:27 PM
বুধবার দুপুরে গারাতি ছিটমহলের মফিজার রহমান কলেজ মাঠে এ উৎসব অনুষ্ঠিত হবে জানান জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন।
তিনি বলেন, “বিজয় দিবসের দিন দুপুর আড়াইটায় শিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে তার সুরের ধারা সংগঠন ও স্থানীয় শিল্পীসহ শতকন্ঠে জাতীয় সংগীত গাওয়া হবে।”
জাতীয় সংগীতের মধ্যে দিয়ে মূল অনুষ্ঠান শুরু হবে। তবে সারাদিন দেশাত্ববোধক গানসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে বলে জানান জেলা প্রশাসক।
যেখানে অতিথি হিসেবে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এদিকে, পঞ্চগড়ের ৩৬টি বিলুপ্ত ছিটমহলের বাংলাদেশি বাসিন্দারা বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার রাতে বিজয় দিবসের প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
এছাড়াও বুধবার অস্থায়ী শহীদ মিনারের সামনে জাতীয় পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।