চাঁদপুরে নকল পণ্যের কারখানার সন্ধান

চাঁদপুরে নকল ফেনসিডিল, সার, যৌন উত্তেজক সিরাপ ও শিশুখাদ্যের কারখানার সন্ধান মিলেছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2015, 03:22 PM
Updated : 8 Dec 2015, 03:22 PM

এ ঘটনায় মঙ্গলবার মালিকসহ আটক তিন জনকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দেওয়া হয়েছে বলে জানান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আশরাফুল করীম।

কারখানার মালিক মুরাদ বেপারীকে (৩০) দুবছর, হায়াতুল ইসলাম আলম বেপারিকে (৩৫) এক বছর ও মোস্তফা গাজীকে (৪৫) তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার গভীর রাত থেকে শুরু করে মঙ্গলবার বিকাল পর্যন্ত ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আলমগীর হোসেন জানান,

পুরানবাজার কলেজের সামনে একটি ফ্ল্যাট বাসার নিচের তলায় একটি কারখানায় নকল পণ্য তৈরি করা হতো।

উৎপাদিত ওই নকল পণ্য পরে রয়েজ রোড এইচএম কবিরের মিয়াজী ভবনের একটি গুদামে ও কলেজ রোডের আসলামের দোকানে গুদামজাত করে চাঁদপুরসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হতো বলেও জানান তিনি।

সহকারী কমিশনার চৌধুরী আশরাফুল করীম জানান, মালামাল জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে।

পরে জব্দকৃত পন্যের ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে আরো মামলা করা হবে বলে জানান তিনি।