সিংগাইরে পৌরসভায়, পবা উপজেলায় ভোট স্থগিত

আদালতের আদেশে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভায় ও রাজশাহীর পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2015, 09:09 AM
Updated : 6 Dec 2015, 10:07 AM

রোববার কমিশনের আইন শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব অন্তরা বিশ্বাস এ তথ্য জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতের নির্দেশনায় পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন এবং সিংগাইর পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে।

পৌর নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর ২৩৬টি পৌর সভায় ভোট হওয়ার কথা থাকলেও সিংগাইরের আগে আদালতের আদেশে মংলা পৌরসভার ভোট স্থগিত হওয়ায় এখন ২৩৪টি পৌরসভায় নির্বাচন হবে।

রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রত্যাহারের জন্য ১৩ ডিসেম্বর পর্যন্ত সময় পাওয়া যাবে।

অন্যদিকে গত ২৯ সেপ্টেম্বর পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা মোকবুল হুসাইনের মৃত্যুতে পদটি শূন্য হলে ১৮ নভেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

৮ ডিসেম্বর এই উপজেলার চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল।