‘সীমান্ত পেরিয়ে এসে’ বাংলাদেশিকে মারধর বিএসএফের

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত পেরিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ সদস্যরা কয়েকজন বাংলাদেশিকে পিটিয়ে আহত করেছে বলে জানিয়েছে বিজিবি।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2015, 09:42 AM
Updated : 2 Dec 2015, 11:03 AM

সাতক্ষীরা বিজিবির ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন জানান, বুধবার ভোরে কলারোয়া উপজেলার গোয়ালপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা পাঁচজনকে পেটানোর কথা বললেও বিজিবি বলেছে, দুইজনকে পেটানোর কথা তারা জানতে পেরেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকেরও আহবান জানানো হয়েছে।

আহতদের একজন হলেন উপজেলার চন্দনপুর ইউনিয়নের জিয়াদ আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৫)।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে সীমান্তের ওপার থেকে গরু নিয়ে আসার সময় ভারতের গোবরা ক্যাম্পের বিএসএফ সদস্যরা কয়েকজন ভারতীয় গরু রাখালকে ধাওয়া করে। এক পর্যায়ে ওই রাখালরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ে।

“এরপর কয়েকজন বিএসএফ সদস্য বাংলাদেশে ঢুকে গোয়ালপাড়া এলাকায় পটল ক্ষেতে কর্মরত পাঁচ বাংলাদেশিকে মারধর করে ও দুই রাউন্ড ফাকা গুলি ছোড়ে।

“পরে স্থানীয় লোকজন ও বিজিবি একত্রিত হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।”

শরিফুল জানান, আহত অপর চারজন হলেন- কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের আব্দুস সাত্তারের ছেলে রিপন হোসেন (২৭), শামীম হোসেনের ছেলে গোলাম হোসেন (৩০), আবুল কাসেমের ছেলে রিপন ইসলাম (৩০) ও আফতাব হোসেনের ছেলে রুহুল আমিন (৪০)।

তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানান শরিফুল।

এ ব্যাপারে বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন বলেন, পাঁচজন নয় দুইজন আহত হয়েছেন।

“এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে।”