অভয়নগরে দুদলের সংঘর্ষে ‘চরমপন্থি’ নিহত

আধিপত্য বিস্তারের বিরোধে যশোরের অভয়নগর উপজেলায় দুদল ‘চরমপন্থি’র সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2015, 03:48 AM
Updated : 2 Dec 2015, 03:48 AM

অভয়নগর থানার ওসি শেখ নাসির উদ্দিন জানান, মঙ্গলবার গভীর রাতে রানাগাতি গ্রামের শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিদ্যুৎ কুমার রায় (৩৫) রানাগাতি গ্রামের সুকুমার রায়ের ছেলে।

তিনি একটি চরমপন্থি দলের সদস্য ছিলেন বলে পুলিশ দাবি করছে।   

ওসি শেখ নাসির উদ্দিন বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রানাগাতি শ্মশানঘাট এলাকায় রাত ২টার দিকে দুদল চরমপন্থি সংঘর্ষে লিপ্ত হয়।

“ওই সময় গুলিতে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চরমপন্থি বিদ্যুৎ কুমার রায় নিহত হন।”

তিনি জানান, পুলিশ রাতেই লাশ উদ্ধার করেছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি পাইপ গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বিদ্যুতের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ বিভিন্ন ধারার থানায় নয়টি মামলা রয়েছে বলে জানান ওসি।