মারধরের ঘটনায় পুত্রসহ স্বামী-স্ত্রীর সাজা

মারধর করে আহত করার অপরাধে ঝালকাঠির এক আদালত স্বামী-স্ত্রী ও তাদের ছেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2015, 12:08 PM
Updated : 1 Dec 2015, 12:50 PM

মঙ্গলবার দুপুরে ঝালকাঠি মুখ্য বিচারিক আদালতের হাকিম আবু শামীম আজাদ এ রায় দেন।

মজিবুর রহমান বয়াতিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের জেল এবং স্ত্রী রাশেদা বেগম ও ছেলে রুবেল বয়াতিকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা; অনাদায়ে এক মাসের দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

তবে দণ্ডিতরা সবাই পলাতক রয়েছে বলে বাদীপক্ষের আইনজীবী সঞ্জীব বিশ্বাস জানান।

সঞ্জীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলার কাঁঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামে ২০১০ সালের ৩ সেপ্টেম্বর রাতে আব্দুল মালেক হাওলাদারকে পূর্বশত্রুতার জেরে পিটিয়ে আহত করেন দণ্ডিতরা।

এ ঘটনায় আব্দুল মালেক হাওলাদারের স্ত্রী রাশিদা বেগম বাদী হয়ে কাঁঠালিয়া থানায় মামলা করেন।