সাত মাসে অর্ধশত আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজবাড়ীতে গত সাত মাসে প্রায় অর্ধশত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জানানো হয়েছে। 

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2015, 09:18 AM
Updated : 22 Nov 2015, 09:23 AM

রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, গত ৭ মাসে জেলায় ৯৩৫ রাউন্ড গুলিসহ ৪৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এরমধ্যে শুধু গত এক মাসে উদ্ধার করা হয় ১২টি অস্ত্র।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম সফি, সাংবাদিক মোহাম্মদ সানাউল্লাহ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী উপস্থিত ছিলেন।

সভাশেষে জেলা প্রশাসক তার কার্যালয়ে সাধারণের সেবা গ্রহণের সুবিধার্থে  ভূমি অফিসের একটি ‘ভূমি হেল্প ডেস্ক’ উদ্ধোধন করেন।

এ সময় জেলার পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।