স্ত্রী হত্যার দায়ে ফাঁসি

পারিবারিক কলহের জেরে স্ত্রী হত্যার দায়ে গাজীপুরে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2015, 11:54 AM
Updated : 17 Nov 2015, 11:54 AM

দণ্ডপ্রাপ্ত জালাল উদ্দিন (২৫) গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরখিড়াটি গ্রাম এলাকার সিরাজ উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মঙ্গলবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ আদেশ দেন।

একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মামলা নথি থেকে জানা যায়, ২০০৯ সালে জালালের সঙ্গে ফরিদপুরের নগরকান্দা থানার মীরের গ্রামের ইউনুস মাতব্বরের মেয়ে কাকলী বেগমের (১৯) বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো।

এর জের ধরে একই বছরের ২২ এপ্রিল রাতে জালাল শ্বাসরোধ করে কাকলীকে হত্যা করে। ঘটনার পর স্থানীয়রা জালালকে আটক করে পুলিশে সোপর্দ করে।

কাকলীর বাবার দায়ের করা হত্যা মামলায় জালাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

একই বছরের ১৪ অক্টোবর কাপাসিয়া থানার এস আই আজিজুল হক এ মামলার অভিযোগপত্র দাখিল করেন।

গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম জানান, আসামিকে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।