সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম শুরু

শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের পর সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2015, 05:26 AM
Updated : 17 Nov 2015, 05:46 AM

মঙ্গলবার অপারেশন থিয়েটারে এক রোগীর অস্ত্রোপচারের মধ্য দিয়ে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চালু হয় বলে জানান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান।

হাসপাতালে মেডিসিন, সার্জারি, শিশু সার্জারি, গাইনি, অর্থোপেডিক্স, চক্ষুসহ ৯টি বিভাগ রয়েছে। মঙ্গলবার সার্জারি বিভাগ ও অপারেশন থিয়েটার চালু করা হয়েছে।

অধ্যক্ষ হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, সকালে অপারেশনের মাধ্যমে হাসপাতাল কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। বিদ্যুৎ সংযোগ পেলে সব বিভাগের কার্যক্রম শুরু করা যাবে।

২০১১ সালের ১৬ অক্টোবর যাত্রা শুরু হয় সাতক্ষীরা মেডিকেল কলেজের। ২০১২ সালের ১৩ জানুয়ারিতে ক্লাস শুরু হয়। শহরের কাটিয়ার একটি ভাড়া বাড়িতে করা হয় অস্থায়ী প্রশাসনিক ভবন।

গত ৪ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাতক্ষীরা মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেও চালু হয়নি পুর্ণাঙ্গ হাসপাতালের কার্যক্রম। ফলে গত ৩১ অক্টোবর থেকে পূর্ণাঙ্গ হাসপাতালের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

১০০ শয্যার হাসপাতাল চালুর আশ্বাসে গত ১৪ নভেম্বর এক মাসের জন্য আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা।