রাঙামাটি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর দাবি

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও ক্লাস শুরুর দাবি জানিয়েছেন।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2015, 04:04 PM
Updated : 5 Nov 2015, 04:04 PM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন সংগ্রাম পরিষদের ব্যানারে  শহরের কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

আগামী এক সপ্তাহের মধ্যে ক্লাস শুরু না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।

সংবাদ সম্মেলনে ক্লাস শুরুর দাবিতে গণস্বাক্ষর, প্রতীকী অনশন, অবস্থান ধর্মঘট ও আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র আন্দোলন সংগ্রাম পরিষদের আহ্বায়ক শামসুজ্জামান বাপ্পি।

এসময় ছাত্র আন্দোলন সংগ্রাম পরিষদের সদস্য ও শিক্ষার্থী নাজমুল হাসান, হাবিবুর রহমান, ইমরান আলী, জমিরুল ইসলাম, হুমায়ন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।  

লিখিত বক্তব্যে বলা হয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের জন্য চলতি বছরের জানুয়ারি মাসে কম্পিউটার সায়েন্স ও ব্যবস্থাপনা বিভাগে ভর্তি বিজ্ঞপ্তি  দেওয়া হয়। গত ২৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার পর  ৪ মে ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফলের ভিত্তিতে কম্পিউটার সায়েন্স ও ব্যবস্থাপনা বিভাগে ৭৩ জন শিক্ষার্থী ভর্তি  হন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ক্লাস শুরুর দাবিতে শিক্ষার্থীরা গত ২৩ অগাস্ট প্রধানমন্ত্রী বরাবারে স্মারকলিপি ও ১১ অক্টোবর মানববন্ধন করেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অক্টোবর মাসের শেষের দিকে ক্লাস শুরু হবে বলে জানান।

এরপর নভেম্বরের প্রথম সপ্তাহে ক্লাস শুরুর কথা শোনা গেলেও হয়নি বলে অভিযোগ করেন তারা।

তারা জানান, বিশ্ববিদ্যালয়ের কোনো একাডেমিক ভবন নেই। এটি রাঙামাটিতে অবস্থিত হলেও ঢাকায় লিয়াজোঁ অফিস রয়েছে।

শিক্ষার্থীদের  যোগাযোগের জন্য একটি মোবাইল ফোন নম্বর দেওয়া হলেও সেটি সব সময় সক্রিয় থাকে না বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।