কক্সবাজারে জমির বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের চকরিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন, আহত হন নারীসহ অন্তত সাত জন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2015, 11:41 AM
Updated : 4 Nov 2015, 11:43 AM

চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, বুধবার ভোরে উপজেলার বদরখালী ইউনিয়নের কতুবদিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন (২৬) ওই এলাকার লেদু মিয়া মাঝির ছেলে।

আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি।

ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিহতের মামাতো ভাই নুরুল ইসলাম জানান, ৬/৭ মাসে আগে হেলাল উদ্দিন সৌদি আরব থেকে দেশে ফেরেন। দীর্ঘদিন হেলালদের ভোগ-দখলে থাকা কিছু জমি নিয়ে প্রতিবেশী ইকবাল বদরীর সঙ্গে হেলাল উদ্দিনের পরিবারের বিরোধ ছিল।

“জোরপূর্বক ওই জমি দখলে নিতে ভোর রাতে ‘বদরখালী কৃষি উপনিবেশ সমবায় সমিতি’র সাধারণ সম্পাদক ইকবাল বদরী ৩০/৪০ জন সশস্ত্র লোক নিয়ে হেলালের বাড়িতে হামলা চালান।”

হামলা চলাকালে হেলালের পেটে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই সময় হামলাকারীরা হেলালদের একটি বসতঘরে অগ্নিসংযোগ ও দুটি বাড়িতে ভাংচুর করে বলেও নুরুল ইসলাম জানান।

এ ব্যাপারে ইকবাল বদরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।