ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ঝিনাইদহের কালীগঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2015, 04:37 AM
Updated : 2 Nov 2015, 04:39 AM

কামাল হোসেন (৩২) যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর সুরুজ মিয়া বলছেন, রোববার রাত দেড়টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কড়াইতলা এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাতে র‌্যাবের একটি টহল দল ওই এলাকায় একটি মোটরসাইকেলে তিনজনকে আসতে দেখে থামার সংকেত দেয়।

“এ সময় তারা মোটরসাইকেল ঘুরিয়ে পালানোর চেষ্টা করে এবং পেছনে র‌্যাব সদস্যদের দিকে গুলি ছোড়ে। র‌্যাবও এ সময় পাল্টা গুলি করলে মোটরসাইকেলের পেছনে বসা কামাল পড়ে যান।

“কামাল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফরাশপুর গ্রামের মা ও শিশু নির্যাতন মামলার আসামি।

পরে র‌্যাব সদস্যরা গুলিবিদ্ধ কামালকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে মেজর সুরুজ জানান।

ঘটনাস্থল থেকে গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।