নীলফামারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ

নীলফামারীর কিশোরগঞ্জে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2015, 02:57 PM
Updated : 22 Oct 2015, 02:57 PM

বৃহস্পতিবার উপজেলার পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম লিটনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন সাবেক চেয়ারম্যান সহিদুল ইসলাম।

কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, বুধবার রাতে পুটিমারী ইউনিয়নের বিভিন্ন দুর্গা পুজামণ্ডপ পরিদর্শন শেষে রাত সোয়া ১২টার দিকে সহিদুল ইসলাম সহযোগী আব্দুল হাইকে নিয়ে মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরছিলেন।

পথে পুটিমারীর চৌদ্দআনি ব্রীজের কাছে আসামাত্রই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবু সায়েম লিটনসহ তার ছয়জন সন্ত্রাসী নিয়ে সহিদুলের মোটরসাইকেলের গতিরোধ করে গলায় অস্ত্র ঠেকিয়ে হত্যার চেষ্টা চালায়। বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল আসতে দেখে তারা পালিয়ে যায়।

তবে হত্যাচেষ্টার অভিযোগ করেছেন পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম লিটন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার সুনাম নষ্ট করে সমাজে হেয় প্রতিপন্ন করতে সহিদুল ইসলাম মিথ্যা নাটক সাজিয়ে আমার বিরুদ্ধে থানায় জিডি করেছে।

“নির্বাচনের দিন ঘনিয়ে আসায় আমার বিরুদ্ধে এলাকায় অপপ্রচার চালিয়ে নিজে প্রার্থী হবেন। তাই তিনি এসব মিথ্যা অভিযোগ করে বেড়াছেন জনগণের সহানুভুতি হাসিল করার আশায়।”

ওসি মোস্তাফিজার বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।