হজ নিয়ে স্ট্যাটাস, গ্রেপ্তার ১

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় হজ নিয়ে ফেসইবুকে ‘আপত্তিকর’ স্ট্যাটাস দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2015, 11:08 AM
Updated : 27 Sept 2015, 07:37 AM

গ্রেপ্তার মোহন কুমার মন্ডল স্থানীয় একটি বেসরকারি সংস্থা ‘লিডার্স’- এর নির্বাহী পরিচালক। সংস্থাটি শ্যামনগরে কাজ করছে।

শনিবার দুপুরে উপজেলার মুনসুর সরদারের গ্যারেজ এলাকা থেকে মোহনকে আটক করা হয় বলে জানান শ্যামনগর থানার ওসি ইনামুল হক।

ওসি জানান, সম্প্রতি সৌদি আরবের মিনায় পদদলনে নিহতের প্রসঙ্গ টেনে মোহন তার ফেইসবুকে মন্তব্য করেছেন।

ওই স্ট্যাটাসে তিনি সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর প্রসঙ্গও টানেন বলে জানান ওসি।

যুক্তরাষ্ট্রে প্রবাসীদের এক অনুষ্ঠানে হজ ও তাবলিগ জামাত নিয়ে মন্তব্য করে মন্ত্রীত্ব ও সংসদ সদস্য পদ হারান লতিফ সিদ্দিকী। একই কারণে তাকে কারাভোগও করতে হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় শ্যামনগর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর কবীর বাদী হয়ে মোহন কুমারের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা করেছেন।

মোহনের স্ত্রী পঞ্চয়ী মন্ডল বলেন, তার স্বামীর গ্রেপ্তারের পর তিনি নিরাপত্তাহীনতা বোধ করছেন।