মহেশখালীতে ৩৫ দিন পর অপহৃত যুবকের লাশ উদ্ধার

কক্সবাজারের মহেশখালীতে অপহরণের ৩৫ দিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2015, 03:41 PM
Updated : 5 Sept 2015, 03:41 PM

নিহত মোহাম্মদ সেলিম (৩৩) মহেশখালীর কালামারছড়া ইউনিয়নের ইউনুছখালী গ্রামের হাজী ফারুক আহমদের ছেলে।

মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদৌস জানান, শনিবার বিকালে মহেশখালীর হোয়ানক ইউনিয়নের উমখালী খালের পাশের প্যারাবনে তার মৃতদেহ পাওয়া যায়।

ওসি দিদারুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাঁকড়া আহরণকারীরা প্যারাবনে লাশ দেখে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধারের পর সেলিমের স্বজনরা তাকে সনাক্ত করেন।

“লাশের গায়ে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে দেওয়া হয়।”

এই পুলিশ কর্মকর্তা জানান, ১ অগাস্ট হোয়ানকের হেতালিয়াঘোনা এলাকায় ফেরদৌস আহমদ চৌধুরীর মালিকানাধীন চিংড়ি ঘের থেকে তার শ্যালক সেলিমকে অপহরণ করা হয়।

৩ অগাস্ট ফেরদৌস আহমদ চৌধুরী বাদী হয়ে হোয়ানক ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হককে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা করেন।