বগুড়ায় নৌকা ডুবে শিশুর মৃত্যু, তরুণ নিখোঁজ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে, নিখোঁজ হয়েছেন এক এক তরুণ।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2015, 02:15 PM
Updated : 4 Sept 2015, 02:15 PM

শুক্রবার দুপুরে অর্জুনপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান।

মৃত দেড় বছরের সালমান বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ার মাসুদ আহমেদের ছেলে এবং নিখোঁজ হৃদয় রহমান (১৯) একই পাড়ার আবুল কালাম আজাদের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে কামরুজ্জামান জানান, শিবগঞ্জের রাঙ্গামাটিয়া ঘাট থেকে একটি নৌকা ২০ জন যাত্রী নিয়ে রওনা হয়। অর্জুনপুর এলাকায় পৌঁছে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়।

“অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও হৃদয় রহমান নিখোঁজ হন এবং মায়ের কোলে থাকা শিশু সালমান অসুস্থ হয়ে পড়ে।

“শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু হয়।”

অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে, বলেন কামরুজ্জামান।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, নিখোঁজ হৃদয়কে উদ্ধারের জন্য রাজশাহী থেকে ডুবুরি তলব করা হয়েছে। তারা এলে তল্লাশি চালানো হবে।

সালমানের লাশ বগুড়ায় তাদের বাড়িতে পাঠানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে বলে জানান তিনি।