কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

টানা বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামের নদ-নদীর পানি আবারও বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2015, 12:31 PM
Updated : 11 Nov 2021, 02:54 PM

বুধবার ধরলা নদীর পানি বিপদসীমার ৪৭ সেন্টিমিটার উপর দিয়ে এবং ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার খুব কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় সোয়া লাখ মানুষ।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহফুজার রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ধরলায় ১৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ব্রহ্মপুত্রে ১২ সেন্টিমিটার, দুধকুমোরে ১৭ সেন্টিমিটার পানি বেড়েছে।

তিনি বলেন, ফলে চর, দ্বীপচর ও নদ-নদী তীরবর্তী এলাকার দুই শতাধিক গ্রামের সোয়া লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। প্লাবিত হয়েছে আরও নতুন নতুন এলাকা।

রাস্তা ও বাঁধের উপর আশ্রিত অনেকেই এখনও ঘরে ফিরতে পারেন নি। নতুন করে পানি বাড়ায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা।

জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন জানান, এ পর্যন্ত বন্যার্তদের জন্য ১৪৯ মেট্রিক টন চাল ও আড়াই লাখ টাকা বিতরণ করা হয়েছে।

এদিকে উজানের পানির  তীব্র স্রোতের কারণে জিঞ্জিরাম নদীর উপর খাটিয়ামারী স্লুইচগেইটটি ভাঙনের মুখ পড়েছে।

বন্যার পানিতে প্রায় ৫৬ হাজার হেক্টর জমির ফসল নিমজ্জিত রয়েছে।যার বেশিরভাগই নষ্ট হওয়ার পথে বলে আশঙ্কা করছে কৃষিবিভাগ।