চিলাহাটি হয়ে ট্রেন চলাচল শুরু

নীলফামারীর চিলাহাটিতে ট্রেনে গাছ ভেঙ্গে পড়ে ঢাকা-রাজশাহী রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর আবার চালু হয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2015, 11:49 AM
Updated : 21 August 2015, 11:49 AM

শুক্রবার ভোর সোয়া ৫টায় ট্রেন চলাচল বন্ধ হয়। বেল ৩টায় বিকল হওয়া ইঞ্জিনটি রেল লাইন থেকে সরিয়ে নিলে চলাচল শুরু হয় বলে জানান নীলফামারী রেল স্টেশন মাস্টার ওবায়দুল ইসলাম রতন।

“বাংলাদেশ রেলওয়ের উদ্ধারকর্মীরা প্রায় চার ঘণ্টা প্রচেষ্টার পর ইঞ্জিনটি উদ্ধারের কাজ শেষ করেন।”

রতন জানান, ভোর সাড়ে ৪টার দিকে পাবর্তীপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস সকাল ৫টা ১৫ মিনিটে নীলফামারী শহরের চকাশাহ রেলগেট এলাকায় পৌঁছালে একটি গাছ ইঞ্জিনের উপড় ভেঙ্গে পড়ে।

এতে একটি বগিসহ ইঞ্জিনের ছয়টি চাকা লাইনচ্যুত হয় বলে জানান রতন।