গণআন্দোলনে ‘হত্যাকাণ্ডে সহযোগিতার’ অভিযোগে বিক্ষোভের পর ফেনীর ডিসি শাহীনা আক্তারকে দায়িত্ব থেকে সরানো হয়েছে।
Published : 10 Nov 2024, 12:09 AM
ছাত্র-জনতার গণআন্দোলনে ‘হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে’ বিক্ষোভের দুই দিন পর ফেনীর ডিসি মুছাম্মৎ শাহীনা আক্তারকে বদলি করেছে সরকার।
তার জায়গায় নতুন ডিসি হিসেবে শনিবার অর্থ বিভাগের উপসচিব সাইফুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিসি শাহীনা আক্তারকে নিউরো-ডেভেলেপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ফাউন্ডেশনের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘গণহত্যায় সহযোগিতার’ অভিযোগে শাহীনা আক্তারকে অপসারণের দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন ও বিক্ষোভ করে ‘বিপ্লবী ছাত্র সমাজ’ নামে একটি সংগঠন।
সেদিন দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের ট্রাংক রোডে বিক্ষোভ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। সেসময় তারা শাহীনা আক্তারকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে স্লোগান বিক্ষোভকারীরা। তাকে অপসারণের দাবি জানান। এর দুই দিন পর তাকে ফেনীর ডিসির দায়িত্ব থেকে সরাল সরকার।
২০২৩ সালের ৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মুছাম্মৎ শাহীনা আক্তারকে ফেনীর ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ফেনীর প্রথম নারী ডিসি ছিলেন।