দিবসটি উপলক্ষে আলোচনা সভাও হয়েছে।
Published : 14 Feb 2025, 11:08 PM
সুন্দরবন দিবস উপলক্ষে বরগুনার তালতলীতে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে।
শুক্রবার সকালে তালতলী উপজেলার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ‘সুন্দরবন আমার মা, ধ্বংস হতে দেব না’ এই প্রতিপাদ্যে শিশুদের চিত্রাঙ্কন হয়েছে।
ধরিত্রি রক্ষায় আমরা (ধরা), পায়রা ইলিশ রক্ষা কমিটি ও তালতলী চারুকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অর্ধশতাধিক শিশু অংশ নেয়।
আয়োজকদের অন্যতম আরিফ রহমান বলেন, “চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ‘সুন্দরবন’।”
প্রতিযোগিতায় প্রথম থেকে তৃতীয় শ্রেণি নিয়ে ‘ক’ দল এবং চতুর্থ থেকে সপ্তম শ্রেণি নিয়ে ‘খ’ দল গঠন করা হয়।
‘ক’ দলে প্রথম হয়েছে সানরাইজ কিন্ডার গার্ডেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মাহমুদা আক্তার ইমা, দ্বিতীয় হয়েছে একই প্রতিষ্ঠানের একই শ্রেণির শিক্ষার্থী হুমায়রা আর তৃতীয় হয়েছে তালতলী চারুকলা একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাইজা আনজুম অপি।
‘খ’ দলে প্রথম হয়েছে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাবাসসুম ইসলাম, দ্বিতীয় হয়েছে ছোট ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আদানি, তৃতীয় হয়েছে সানরাইজ কিন্ডার গার্ডেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ঐশী মনি।
দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন তালতলী সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক এমএ হালিম, তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন, তালতলী চারুকলা একাডেমির পরিচালক রফিকুল ইসলাম অন্তর, বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান খোকন, ধরার (তালতলী-আমতলী) সমন্বয়ক আরিফ রহমান।
আরো ছিলেন আমতলী সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক মো. অনিক মিঞা, সাংবাদিক মো. হাইরাজ মাঝি, সাংবাদিক ও পরিবেশকর্মী মোস্তাফিজ, শিক্ষক আব্দুর রহিম, পরিবেশ ও উন্নয়নকর্মী এম মিলন, চারুকলা একাডেমি সহকারী লামিয়া ও সিয়াম আহমেদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসে সবারই উচিত সুন্দরবনকে ভালোবাসা। সুন্দরবন বেঁচে না থাকলে বাংলাদেশের টিকে থাকা কঠিন হবে।