রাজনীতির মাঠ নিরুত্তাপ থাকলেও ২০১৬ ছিল বাংলাদেশের জন্যঘ ঘটনাবহুল বছর। যুদ্ধাপরাধী দুই জামায়াত নেতার ফাঁসি, আর্থিক খাতের বড় ঘটনা হ্যাকিংয়ের মাধ্যমে চুরি এবং বাংলাদেশের ইতিহাসে নজীরবিহীন জঙ্গি হামলার ঘটনা এই বছরেই ঘটেছে। বিদায়ী এই বছরের ঘটনাগুলোর মধ্য থেকে বাছাই করা ধারাবাহিক ঘটনাগুলো দিয়ে সাজানো হয়েছে এই দিনপঞ্জি।