মহামারীর দাপট, তা মোকাবেলায় দিশেহারা অবস্থা, আতঙ্ক, নৈঃশব্দ ও মৃত্যুর যে অচেনা রূপ হঠাৎ করেই বাকি সবকিছুকে গ্রাস করেছিল, টিকার আবির্ভাব এবং ভাইরাসকে সঙ্গী করে কৌশলে চলার চেষ্টায় সূর্যকে আরেকবার প্রদক্ষিণের আগেই ত্রস্ত সেই দৃশ্যপট বদলে পৃথিবী যেন আবার একটু একটু করে তার চেনা ছকে ফিরছে।