২০২০: ক্যামেরার চোখে মহামারীর বছর

ক্যালেন্ডারের পাতা ফুরোয়, বছর গড়ায়; বছরজুড়ে নানা ঘটনা ঘটে প্রতিবারই, তবে ২০২০ ছিল ভিন্ন; করোনাভাইরাস মহামারীকারে এমন অনেক ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ, যা সবাই ভুলেই যেতে চাইবে। আলোচিত সেই সব ঘটনা ছবির অ্যালবামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2020, 06:59 PM
Updated : 31 Dec 2020, 08:41 PM