ক্যালেন্ডারের পাতা ফুরোয়, বছর গড়ায়; বছরজুড়ে নানা ঘটনা ঘটে প্রতিবারই, তবে ২০২০ ছিল ভিন্ন; করোনাভাইরাস মহামারীকারে এমন অনেক ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ, যা সবাই ভুলেই যেতে চাইবে। আলোচিত সেই সব ঘটনা ছবির অ্যালবামে।
বছরটি ছিল মহামারীর, ফলে মৃত্যুর মিছিলও ছিল দীর্ঘ। ২০২০ সালে রাজনীতি, চলচ্চিত্র, শিক্ষা, সাহিত্য, ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনের অনেককে হারিয়েছে বাংলাদেশ। প্রতিটি মৃত্যুই অপ্রত্যাশিত, তবে বিদায়ী বছরে অপ্রত্ ...