উৎসবের উপলক্ষ নিয়ে শুরু হয়েছিল ২০২০ সাল, কিন্তু করোনাভাইরাস তাতে নামিয়েছে আঁধার। অদ্ভুত এক লড়াই মানুষের জীবনযাপনের ধরন দিয়েছে বদলে। সেখান থেকে স্বাভাবিক জীবনে ফেরাই আকাঙ্ক্ষাই তীব্র হয়ে উঠেছে নতুন বছরের আগমনীতে।
বছরটি ছিল মহামারীর, ফলে মৃত্যুর মিছিলও ছিল দীর্ঘ। ২০২০ সালে রাজনীতি, চলচ্চিত্র, শিক্ষা, সাহিত্য, ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনের অনেককে হারিয়েছে বাংলাদেশ। প্রতিটি মৃত্যুই অপ্রত্যাশিত, তবে বিদায়ী বছরে অপ্রত্যাশিত এই ঘটনা ছিল অনেক বেশি।
মার্চে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখনো কার্যত গৃহবন্দি মিরপুরের বাসিন্দা সৈয়দ মমিনুল হক; শুক্রবার জুমার নামাজ ছাড়া বাসা থেকে বের হন না এই অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
ক্যালেন্ডারের পাতা ফুরোয়, বছর গড়ায়; বছরজুড়ে নানা ঘটনা ঘটে প্রতিবারই, তবে ২০২০ ছিল ভিন্ন; করোনাভাইরাস মহামারীকারে এমন অনেক ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ, যা সবাই ভুলেই যেতে চাইবে। আলোচিত সেই সব ঘটনা ছবির অ্যালবামে।
ইতিহাসের পাতায় ২০২০ চিহ্নিত হয়ে থাকবে ভয়ঙ্কর এক মহামারীর বছর হিসেবে। তারপরও প্রতিটি দেশেই ঘটেছে নানা ঘটনা, যেগুলো মহামারীর মধ্যেও আলাদাভাবে নজর কেড়েছে। প্রতিটি দেশের একটি করে ছবি নিয়ে এই অ্যালবাম সাজিয়েছে রয়টার্স।
চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির এই সময়েও করোনাভাইরাস মহামারী যেভাবে নাড়িয়ে দিয়েছে বিশ্বকে, এর চেয়েও ভয়াবহ মহামারীর অভিঘাত সয়ে এসেছে মানুষ। কোনো কোনো মহামারীর প্রভাব এতটা তীব্র হয়েছে যে, তাতে বদলে গেছে সভ্যতার গতিপথ।