মিয়ানমারের রাখাইনের একটি স্কুলে নবম শ্রেণিতে পড়তেন সৈয়দুল করিম। সেনাবাহিনীর অভিযান শুরুর পর জ্বলন্ত বাড়িঘর আর বন্ধু-স্বজনের লাশ পেছনে ফেলে নয় দিনের ভয়ঙ্কর এক যাত্রায় তিনি পৌঁছান কক্সবাজারের কুতুপালংয়ে।
প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় নিজেদের আদিবাসী জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি এবং নাগরিকত্বের দাবি জানিয়েছেন রোহিঙ্গা প্রতিনিধিরা।
কক্সবাজারের শরণার্থী শিবিরের প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা শিশু আনুষ্ঠানিক শিক্ষার বাইরে থাকায় তারা হতাশা ও নৈরাশ্যের ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা এইচ ফোর।