জেএসসিতে রাজশাহী বোর্ডে এগিয়ে মেয়েরা

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাশ ও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এবার মেয়েরা এগিয়ে রয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2014, 01:50 PM
Updated : 30 Dec 2014, 01:50 PM

এবার বোর্ডে ছাত্রীদের পাসের হার ৯৫ দশমিক ৪১ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৯৫ দশমিক ২২ শতাংশ। আর জিপিএ-৫ প্রাপ্ত ২৩ হাজার ৬০৬ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী রয়েছে ১২ হাজার ১২২ জন।

রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল কালাম আজাদ বলেন, জেএসসি পরীক্ষায় এবার জিপিএ-৫ পেয়েছে ২৩ হাজার ৬০৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ১২ হাজার ১২২ জন ছাত্রী এবং ১১ হাজার ৪৮৪ জন ছাত্র।

“ফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তের দিক থেকে এবার ছেলেদের চেয়ে ভাল ফলাফল করেছে মেয়েরা।”

এ বছর পাসের হার ৯৫ দশমিক ৩২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৩ হাজার ৬০৬ জন। তবে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছেলেদের চেয়ে মেয়েরা ভালো ফলাফল করেছে।

তিনি বলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের এ বছর জেএসসি পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৫১৩ জন। এর মধ্যে ১ লাখ ২ হাজার ২২৪ জন ছাত্রী ও ৯৮ হাজার ২৮৯ জন ছাত্র রয়েছে।

পাস করেছে ১ লাখ ৯১ হাজার ১৩০ জন। এর মধ্যে ৯৭ হাজার ৫৩৬ জন ছাত্রী ও ৯৩ হাজার ৫৯৪ জন ছাত্র। ছাত্রী পাসের হার ৯৫ দশমিক ৪১ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৯৫ দশমিক ২২ শতাংশ।

গতবছর ছাত্রের পাসের হার ছিল ৯৪ দশমিক ০৫ শতাংশ এবং ছাত্রীদের ৯৩ দশমিক ৭২ শতাংশ।