প্রাথমিকে ৮০ হাজার প্রতিষ্ঠানে ‘সবাই পাস’

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে এবার ৮০ হাজার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। আর কেউ পাস করতে পারেনি এমন প্রতিষ্ঠান ১৫৩টি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2014, 11:01 AM
Updated : 30 Dec 2014, 11:01 AM

এবছর প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে ১ লাখ এক হাজার ৩২২টি বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল।

এর মধ্যে প্রাথমিক সমাপনীতে ৮৯ হাজার ৯১২টি বিদ্যালয় এবং ইবতেদায়ীতে ১১ হাজার ৪১০টি মাদ্রাসার শিক্ষার্থীরা পরীক্ষা দেয়।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনীতে ৭২ হাজার ৫৭টি বিদ্যালয় থেকে সবাই পাস করেছে। প্রাথমিকে মোট পাসের তুলনায় শতভাগ পাস করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৮০ দশমিক ১৪ শতাংশ।

প্রাথমিক সমাপনীতে ১৩৪টি বিদ্যালয় থেকে কেউ পাস করতে পারেনি।

অন্যদিকে ইবেতেদায়ীতে এবার ৭ হাজার ৯৬১টি মাদ্রসার সবাই পাস করেছে। ২০৭টি মাদ্রাসা থেকে কেউ পাস করতে পারেনি।

ইবতেদায়ীতে মোট পাসের তুলনায় এই হার ৬৯ দশমিক ৭৭ শতাংশ।

প্রাথমিক সমাপনীতে এবার ৯৭ দশমিক ৯২ শতাংশ এবং ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৯৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ২৪ হাজার ৪১১ জন। আর ইবতেদায়ীতে পুর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৫৪১ জন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাসের হারসহ বিভিন্ন সূচক এখনো প্রত্যাশিত জায়গায় পৌঁছায়নি স্বীকার করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, “তবে অনেকে এগিয়েছে, আশা করছি আগামীতে আর এই প্রশ্নের মুখোমুখি হতে হবে না।”

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মানোন্নয়নের শিক্ষকদের আরও দরদি হওয়ার আহ্বান জানান মন্ত্রী।