বরিশালে মেয়েরা এগিয়ে

বরিশালে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে এগিয়ে রয়েছে মেয়েরা।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2014, 10:53 AM
Updated : 30 Dec 2014, 10:53 AM

মঙ্গলবার প্রকাশিত জেএসসি পরীক্ষার ফলাফলে বরিশালে পাসের হার ৯৭ দশমিক ৯২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৮৫ জন।

মঙ্গলবার বেলা ১২টায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ্ আলমগীর ফলের পরিসংখ্যান ঘোষণা করেন।

এবছর ৯৮ হাজার ৯৮২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ৯৪ হাজার ৪৬৬ জন। এদের মধ্যে ছাত্রী ৪৮ হাজার ৭৮১ জন এবং ছাত্র ৪৫ হাজার ৬৮৫ জন।

ছাত্রীদের পাসের হার ৯৮ দশমিক ১৪ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৯৭ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্রী ৬ হাজার ৩৩০ জন এবং ছাত্র ৩ হাজার ৯৫৫ জন।

বোর্ডে সেরা ৫ স্কুল

সার্বিক বিবেচনায় বোর্ডে প্রথম স্থানে রয়েছে বরিশাল ক্যাডেট কলেজ, দ্বিতীয় বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থানে রয়েছে বরগুনা তাছলিমা মেমোরিয়াল একাডেমি।

এছাড়া চতুর্থ ভোলার লালমোহন হামিম একাডেমি ও বরিশাল জিলা স্কুল পঞ্চম।

বরিশাল ক্যাডেট কলেজের ৫০ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে।

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করলেও জিপিএ-৫ পেয়েছে ২৪৬ জন।

বরগুনা তাছলিমা মেমোরিয়াল একাডেমির ৭১ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। তবে জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন।

লালমোহন হামিম একাডেমির সবাই পাস করেছে। ৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫২ জন।

এছাড়া বরিশাল জিলা স্কুলেরও পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৯৪ জন। মোট পরীক্ষার্থী ছিল ২৭০ জন।

শূন্য পাস

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি পরীক্ষা অংশ নেওয়া একটি শিক্ষা প্রতিষ্ঠানের একজনও পাস করেনি। স্কুলটি পিরোজপুর জেলার কাউখালী আছিয়া খাতুন মাধ্যমিক বিদ্যালয়। মোট পরীক্ষার্থী ছিল মাত্র দুই জন।

প্রাথমিক শিক্ষা সমাপনী

এদিকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বরিশাল জেলায় পাসের হার ৯৮ দশমিক ১৭ শতাংশ। জেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৩,১৩৪ জন শিক্ষার্থী।

জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি।

১,৮৭০ জন মেয়ে ও ১,২৬৪ জন ছেলে জিপিএ-৫ পেয়েছে। এবছর জেলায় মোট ৫১,৭৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪৯,১৬১ জন।