টরন্টোয় বাঙালিদের ঈদ উদযাপন

উৎসাহ আর উচ্ছাস নিয়েই টরন্টো প্রবাসী বাংলাদেশিরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন।

কানাডা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2015, 10:03 AM
Updated : 19 July 2015, 04:01 PM

চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তি থাকায় এখানে বসবাসরত অন্যান্য মুসলিম সম্প্রদায়ের মতো বাংলাদেশিরাও দ্বিধা বিভক্ত হয়ে দুদিন ঈদ উদযাপন করেছে। ফলে শুক্র এবং শনিবার দুদিনই প্রবাসীদের মাঝে ছিল ঈদুল ফিতরের আনন্দ।

টরন্টোর বাঙালি অধ্যুষিত ডেনফোর্থের ডেনটনিয়া পার্কের খোলা মাঠে শুক্রবার অনুষ্ঠিত হয় ঈদের জামাত।  

টরন্টো তো বটেই আশপাশের শহর থেকেও অনেক প্রবাসী এই মাঠে এসেছেন নামাজ আদায় করে ঈদের আমেজ পেতে।একই দিনে স্থানীয় মসজিদগুলোতেও দফায় দফায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় এমপি ম্যাথিউ ক্যালওয়ে, এমপিপি আর্থার পটস, সিটি কাউন্সিলর জেনেট ডেভিসও উপস্থিত ছিলেন মুসলিম সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে।

ঈদকে কেন্দ্র করে উৎসবমুখর মুখর হয়ে উঠেছিলো প্রবাসী অধ্যুষিত এলাকাগুলো।

বৃহস্পতিবার রাতে ঘটা করে ‘চাঁদ রাত’ও পালন করেছে প্রবাসীরা। অন্যতম আকর্ষণ ছিল ডেনফোর্থের ‘মেহেদি রাঙানোর আসর’ ঘিরে। টরন্টোবাসী শিল্পী সারা বিল্লাহ মেহেদি নিয়ে বসেছিলেন ডেনফোর্থে। তিনি জানান, সন্ধ্যা ৭টা থেকে রাত প্রায় ২টা পর্যন্ত মেহেদি পড়িয়েছেন তিনি।

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com