স্পেনে ‘বৈধপথে রেমিট্যান্স পাঠানো’ নিয়ে মতবিনিময়

স্পেনে ‘বৈধপথে টাকা পাঠাই, দেশের উন্নয়নে গর্বিত অংশিদার হই’ শিরোনামে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ দূতাবাস।

কবির আল মাহমুদ, স্পেন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2022, 04:58 AM
Updated : 24 June 2022, 04:58 AM

স্থানীয় সময় বুধবার সকালে মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের হলে এটি অনুষ্ঠিত হয়।

দূতাবাসের প্রথম শ্রম সচিব মো. মোতাসিমুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ।

প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণ করলে বাংলাদেশ সরকারের প্রণোদনা প্রাপ্তির সুযোগ যেমন থাকে, তেমনি মাতৃভূমি বাংলাদেশের উন্নয়নেও ভূমিকা রাখা সম্ভব।”

সভায় আরও উপস্থিত ছিলেন দূতাবাসের মিশন উপ-প্রধান এটিএম আব্দুর রউফ মন্ডল ও বাণিজ্যিক সচিব রেদোয়ান আহমেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক মিল্টন ভূইয়া কচি, এসএম আহমেদ মনির, মোহাম্মদ আবু বকর, কাইয়ূম আহমেদ মাসুক, হোসাইন ইকবাল, মঈন উদ্দিন, স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ ও একেএম জহিরুল ইসলাম।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!