যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের আটলান্টায় স্থানীয় সময় গত ১২ জুন সন্ধ্যায় দুলোত এলাকার সনেস্তায় একটি অডিটরিয়ামে ওই সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
সম্মেলনে উপস্থিত বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে জর্জিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি হিসেবে মাহমুদ রহমানের নাম ঘোষণা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান।
এসময় সবাই করতালিতে অভিনন্দন জানালেও সাধারণ সম্পাদক হিসেবে নুরুল তালুকদার নাহিদের নাম ঘোষণার পরই পাল্টে যায় দৃশ্যপট।
এমনকি ঘোষিত সভাপতি মাহমুদ রহমান নিজে নাহিদের নাম ঘোষণার পর চেয়ার তুলে মারতে যান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানকে।
এ প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাহমুদুর রহমান বলেন, “সম্মেলনে উপস্থিত ৯০ শতাংশ নেতা-কর্মীই চেয়েছেন সাধারণ সম্পাদক হিসেবে শেখ জামালকে। এতে সম্মতিও ছিল ড. সিদ্দিকের। কিন্তু অজ্ঞাত এক কারণে অন্যজনের নাম ঘোষণাকে কেউই মেনে নিতে পারছি না। শেখ জামাল হচ্ছেন আওয়ামী লীগের নিবেদিত সংগঠক।”
সাড়ে ৩ বছর আগে ড. সিদ্দিকুর রহমানসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা আটলান্টায় গিয়ে কমিটি গঠনের উদ্যোগ নিয়েছিলেন। সেই সময় থেকে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, কমিটি গঠনের ব্যাপারে তৃণমূলের নেতাকর্মীদের সাথে পরামর্শ না করার।
তখন পূর্ণাঙ্গ কমিটি না করে জর্জিয়া স্টেট আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট পাঁচ জনের একটি কমিটি করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা।
এই পাঁচ জনের কমিটিতে সভাপতি হিসেবে কায়সার আহমেদ, সহ-সভাপতি সৈয়দ মুরাদ এবং এইচ আর রাসেল, সেক্রেটারি হিসেবে মাহমুদ রহমান এবং যুগ্ম সম্পাদক হিসেবে নুরুল তালুকদার নাহিদ ছিলেন।
এদের উপর দায়িত্ব ছিল একটি পূর্ণাঙ্গ কমিটি করার। কিন্তু তারা ব্যর্থ হন।
এরইমধ্যে ১২ জুনের ওই সম্মেলনের আয়োজন করা হয়। যাতে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী জর্জিয়া স্টেট কমিটি গঠনের কথা ছিল।
জর্জিয়া আওয়ামী লীগের সম্মেলন শুরুর প্রথমদিকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশ্যে ‘অশ্রাব্য ভাষায় গালি’ দেওয়ার পাশাপাশি চেয়ার উঁচিয়ে মারতে যাওয়া মাহমুদ রহমানের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপের পরিবর্তে উল্টো তাকেই সভাপতি রাখতে চার সপ্তাহের আল্টিমেটাম দিয়েছেন সম্মেলনে উপস্থিত থাকা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
জর্জিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নুরুল তালুকদার নাহিদকে মেনে নিয়েই ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গ্রহণ করা না হলে সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন তিনি।
অতিথি হিসেবে ওই পণ্ড হয়ে যাওয়া সম্মেলনের মঞ্চে আরো ছিলেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, অন্যতম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী মানিক, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম দুলাল মিয়া এবং নির্বাহী সদস্য শাহানারা রহমান।
এদিকে পণ্ড হয়ে যাওয়া সম্মেলনের একটি ভিডিও শাহ সেলিম নামের এক প্রবাসী বাংলাদেশি ফেইসবুকে শেয়ার করেছেন।
ভিডিও-র উপরে তিনি লিখেছেন, “যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিদ্ধান্তকে অমান্য করে যেসব বেয়াদবরা বেয়াদবি করেছে তাদেরকে জর্জিয়া আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হোক। তাকে সভাপতি ঘোষণা করার পরেও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাথে বেয়াদবি করেছে। যেহেতু সে সভাপতিত্ব প্রত্যাহার করেছে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান ও নেতৃবৃন্দের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনাদের সিদ্ধান্তে অটল থেকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক নুরুল তালুকদার নাহিদের সাথে নতুন ভারপ্রাপ্ত সভাপতি দেওয়া হউক।”
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |