বাংলাদেশি শিশুকে সততার জন্য সম্মাননা দিলো দুবাই পুলিশ
জাহাঙ্গীর কবির বাপপি, আরব আমিরাত প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jun 2022 12:06 AM BdST Updated: 17 Jun 2022 12:06 AM BdST
-
দুবাই পুলিশ কর্মকর্তাদের সাথে আফিয়া
-
আফিয়া ও তার বাবা মোহাম্মদ জসিম উদ্দিন
কুড়িয়ে পাওয়া স্বর্ণালঙ্কার ফেরত দেওয়ার কারণে সততার পুরস্কার হিসেবে আরব আমিরাতের দুবাইয়ে এক বাংলাদেশি শিশুকে সেখানকার পুলিশ সম্মাননা দিয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার জান্নাতুল আফিয়া মহি নামের ওই বাংলাদেশি শিশুটিকে দুবাই ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল অডিটোরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মাননা দেওয়া হয়।
১১ বছর বয়সী আফিয়া মহি এই স্কুলেরই গ্রেড ফাইভের ছাত্রী।
আফিয়ার বাবার নাম জসিম উদ্দিন। বাংলাদেশে তাদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী থানার মধ্যম বুড়িশ্চরে। দুই দশকের বেশি সময় দুবাইতে রয়েছেন। সেখানে তিনি ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম ব্যবসা করেন।
তিনি জানান, রোজার মাসে দুবাইয়ের আল তাওয়ার-১ এলাকায় নিজেদের বাসার সামনে খেলার সময় আফিয়া মহি ওই সোনার হার খুঁজে পায়।

আফিয়া ও তার বাবা মোহাম্মদ জসিম উদ্দিন
স্থানীয় পুলিশের ডেপুটি ডাইরেক্টর কর্নেল সাঈদ সালেম আল মাদানি সম্মাননা অনুষ্ঠানে শিশু আফিয়ার সততার উচ্ছ্বসিত প্রশংসা করেন এবং কম্যুনিটির সবাইকে এ ধরনের সততার দৃষ্টান্ত অনুসরণের আহ্বান জানান।
স্বর্ণালঙ্কারটির মূল্য বাংলাদেশি টাকায় প্রায় দেড় লাখ টাকা বলে সম্মাননা অনুষ্ঠানে জানানো হয়।
আফিয়ার বাবা মোহাম্মদ জসিম উদ্দিন সম্মাননা দেওয়ার জন্য দুবাই পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার কন্যা কেবল তার দায়িত্ব পালন করেছে।
অনুষ্ঠানে পুলিশের পদস্থ কর্মকর্তা এবং স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সততার জন্য আমিরাতে এর আগেও বিভিন্ন বাংলাদেশিদের সম্মাননা দিয়েছে সেখানকার পুলিশ ও প্রশাসন। তাদের সাথে যুক্ত হলো শিশু আফিয়ার নামও।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
-
বাংলাদেশ লীগ অব আমেরিকার নতুন কমিটি
-
ফ্রাঙ্কফুটে পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে একটি অনুষ্ঠানের অভিজ্ঞতা
-
জেনিভায় বাংলাদেশ দূতাবাসে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
-
জেনিভায় সুইজারল্যান্ড আওয়ামী লীগের আনন্দ উৎসব
-
পদ্মা সেতুর উদ্বোধন উদযাপনে যুক্তরাষ্ট্র প্রবাসীরা
-
কানাডা অভিবাসনের টুকিটাকি ২৮: 'এক্সপ্রেস এন্ট্রি' মানে কি বর্ধিত ফি'তে এক্সপ্রেস সার্ভিস?
-
আমিরাতে বঙ্গবন্ধু পরিষদের আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
-
স্পেনে ‘বৈধপথে রেমিট্যান্স পাঠানো’ নিয়ে মতবিনিময়
-
বাংলাদেশ লীগ অব আমেরিকার নতুন কমিটি
-
ফ্রাঙ্কফুটে পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে একটি অনুষ্ঠানের অভিজ্ঞতা
-
জেনিভায় বাংলাদেশ দূতাবাসে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
-
জেনিভায় সুইজারল্যান্ড আওয়ামী লীগের আনন্দ উৎসব
-
পদ্মা সেতুর উদ্বোধন উদযাপনে যুক্তরাষ্ট্র প্রবাসীরা
-
কানাডা অভিবাসনের টুকিটাকি ২৮: 'এক্সপ্রেস এন্ট্রি' মানে কি বর্ধিত ফি'তে এক্সপ্রেস সার্ভিস?
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতু: ফাঁকা ফেরি ঘাটের সুবিধা নিতে চায় ঝিনাইদহ
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- পাকিস্তান ম্যাচ দিয়ে নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- কোভিড: সংক্রমণ বাড়ছে মাস্ক পরা বাধ্যতামূলক, মানতে হবে বিধিনিষেধ
- ‘বাবার লাশ ঝুলছিল, মায়ের লাশ বিছানায়’
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?