শারজায় প্রবাসী গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

সংযুক্ত আরব আমিরাতের শারজায় মতবিনিময় সভা করেছেন প্রবাসী গণমাধ্যমকর্মীরা।

জাহাঙ্গীর কবীর বাপ্পি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2022, 11:00 AM
Updated : 24 May 2022, 11:00 AM

স্থানীয় সময় শুক্রবার রাতে বাংলাদেশ সমিতি শারজার হলে অনুষ্ঠিত এ সভা আয়োজন করে বাংলাদেশি চ্যানেল ‘বায়ান্ন টিভি’।

সভায় অংশ নেন বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক মীর শাহ আলম। প্রধান অতিথি ছিলেন দুবাইয়ে কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।

আয়োজক প্রতিষ্ঠানের বার্তা সম্পাদক তিশা সেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ব্যবস্থাপক ছালেহ আহমদ। স্বাগত বক্তব্য দেন বায়ান্ন টিভির প্রধান কার্যনির্বাহী ও সম্পাদক লুৎফুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি শারজার সভাপতি এম এ বাসার, বাংলাদেশ সমিতি দুবাইয়ের পরিচালক ইবরাহিম আফলাতুন, বায়ান্ন টিভির পরিচালক এম এ কুদ্দুস খাঁ মজনু, পরিচালক শফিকুল ইসলাম, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সহ সভাপতি নজরুল ইসলাম, প্রবাসী সাংবাদিক শিবলী আল সাদিক, সাইফুল ইসলাম তালুকদার, সিরাজুল হক, শামসুর রহমান সোহেল, ইশতিয়াক আসিফ, শাফায়াত উল্লাহ, মোহাম্মদ ওসমান, সাইফুল ইসলাম সুমন, ইয়াসির আরাফাত, ইরফানুল ইসলাম, সাগর দেবনাথ ও বায়ান্ন টিভির সংবাদপাঠক স্নিগ্ধা সরকার তিথী।

আরও বক্তব্য দেন বাংলাদেশ সমিতি শারজার শহিদুল ইসলাম, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম, বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র রাস আল খাইমার সভাপতি আবুল ফজল, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাফর চৌধুরী, জসিম উদ্দিন মল্লিক, বাংলাদেশ সমিতি দুবাইয়ের ফজলুল করিম, বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি কামাল হোসেন সুমন, বাংলাদেশ বিজনেসম্যান অ্যাসোসিয়েশন সভাপতি সাফায়েত উল্লাহ সিকদার, বাংলাদেশে তৈরি পোশাক মালিক সমিতির মকবুল হোসেন ও বাংলাদেশ সমিতি ফুজাইরাহের জাহিদ হাসান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!