নিউ ইয়র্কে জিনাতের মৃত্যু: পুলিশ বলছে আত্মহত্যা, পরিবারের সন্দেহ
নিউ ইয়র্ক প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 May 2022 12:50 PM BdST Updated: 15 May 2022 12:50 PM BdST
-
জিনাত হোসেন
-
একমাত্র মেয়েকে হারিয়ে শোকবিহ্বল জিনাতের মা জেসমীন হোসেন
নিউ ইয়র্কে ট্রেন লাইনে বাংলাদেশি বংশোদ্ভূত কলেজ ছাত্রী জিনাত হোসেনের মৃত্যুর ঘটনায় পুলিশের বক্তব্য মানতে নারাজ তার পরিবার ও প্রবাসীরা।
শনিবার দুপুরে ব্রুকলিনের বায়তুল জান্নাহ মসজিদে জিনাতের জানাজার আগে তার নানা মো. কবীর সমবেতদের উদ্দেশে বলেন, “জিনাত আত্মহত্যা করেছে বলে পুলিশের রিপোর্টে বলা হয়েছে। কিন্তু এটা আমরা মনে করি না।
“ওই রিপোর্টে বলা হয়েছে, ‘ওপর থেকে পড়ে মৃত্যু’। এটা আসলে ‘হেইট ক্রাইম’। এর প্রতিবাদে কমিউনিটিকে ঐক্যবদ্ধ হতে হবে।”
আমির হোসেন ও জেসমীন হোসেন দম্পতির একমাত্র মেয়ে জিনাত নিউ ইয়র্কের হান্টার কলেজের ছাত্রী ছিলেন, তাদের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার জগতপুর গ্রামে।
বুধবার রাতে ম্যানহটান থেকে ব্রুকলিনগামী ট্রেনের ৫৫ স্ট্রিট সাবওয়ে থেকে ২৩ বছর বয়সী ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। কলেজের ক্লাস শেষে বাসায় ফেরার পথে ওই জায়গায় তার মৃত্যু হয়।
এদিকে জিনাতের মৃত্যুতে ২০১৯ সালের ২৪ অক্টোবরের একটি ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই ভিডিও জিনাতের মৃত্যুর ঘটনার দাবি করে কিছু সংবাদমাধ্যমের খবরে বলা হয়, পাতাল রেলের স্টেশনে অপেক্ষার সময় জিনাতের ব্যাগ ছিনিয়ে নিতে ছিনতাইকারী তাকে ধাক্কা দিয়ে ট্রেনের সামনে ফেলে দেয়।

একমাত্র মেয়েকে হারিয়ে শোকবিহ্বল জিনাতের মা জেসমীন হোসেন
শনিবার জানাজার সয় জিনাতের কফিনের পাশে তার বাবা আমির হোসেনকে দেখা যায় শোকে বাকরুদ্ধ অবস্থায়। তিনি বার বার কফিন ছুঁয়ে মেয়েকে অনুভব করতে চাইছিলেন।
জানাজা শেষে জিনাতের কফিন মসজিদের সামনে আনার পর হুইল চেয়ারে মা জেসমীন হোসেন কান্নায় ভেঙে পড়েন। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।পরে নিউ জার্সিতে দাফন করা হয় জিনাতকে।
তার খালু যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের প্রেসিডেন্ট ডা. এনামুল হক জানান, তারা জিনাতের মৃত্যুর প্রকৃত তথ্য নিয়ে ‘পুলিশের লুকোচুরির প্রতিবাদে’ সমাবেশ ও প্রেস কনফারেন্স করবেন।
‘সাউথ এশিয়ান আমেরিকান ফান্ড ফর এডুকেশন অ্যান্ড ট্রেনিং’ (স্যাফেস্ট) নামে প্রবাসীদের একটি সংগঠনও জিনাতের মৃত্যুর ঘটনায় সোমবার দুপুরে সিটি মেয়র অফিস সংলগ্ন সিটি হলের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
জিনাতের মৃত্যুর সঠিক কারণ তদন্ত ও নাগরিকদের নিরাপত্তার দাবি জানিয়ে ওই কর্মসূচিতে প্রবাসীদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন এ সংগঠনের প্রধান নির্বাহী মাজেদা উদ্দিন।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
-
ত্রিশ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
-
প্রস্তুতির কথা জানিয়ে নিউ ইয়র্কে সংবাদ সম্মেলন করলো ফোবানার আয়োজক কমিটি
-
সবুজায়ন বাড়াতে নেদারল্যান্ডসে চলছে আন্তর্জাতিক মেলা
-
ভ্রমণ কাহিনি: পোল্যান্ডের বড় দুটি শহর দেখা
-
বাংলাদেশ লীগ অব আমেরিকার নতুন কমিটি
-
ফ্রাঙ্কফুটে পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে একটি অনুষ্ঠানের অভিজ্ঞতা
-
জেনিভায় বাংলাদেশ দূতাবাসে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
-
জেনিভায় সুইজারল্যান্ড আওয়ামী লীগের আনন্দ উৎসব
-
প্রস্তুতির কথা জানিয়ে নিউ ইয়র্কে সংবাদ সম্মেলন করলো ফোবানার আয়োজক কমিটি
-
৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
-
সবুজায়ন বাড়াতে নেদারল্যান্ডসে চলছে আন্তর্জাতিক মেলা
-
ভ্রমণ কাহিনি: পোল্যান্ডের বড় দুটি শহর দেখা
-
বাংলাদেশ লীগ অব আমেরিকার নতুন কমিটি
-
ফ্রাঙ্কফুটে পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে একটি অনুষ্ঠানের অভিজ্ঞতা
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- ‘গ্যাস সঙ্কটের’ আঁচ বিদ্যুতে, বাড়ছে লোডশেডিং