সিডনিতে পিঠা উৎসব ঘিরে প্রবাসীদের প্রস্তুতি

অস্ট্রেলিয়ার সিডনিতে শীতের পিঠা উৎসবের আয়োজন করছে ‘ক্যাম্বেলটাউন বাংলা স্কুল’।

মো. ইয়াকুব আলী, সিডনি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2022, 08:33 AM
Updated : 14 May 2022, 08:33 AM

আসছে ১৯ জুন সিডনির ইঙ্গেলবার্নের গ্রেগ পার্সিভাল কমিউনিটি হলে দিনব্যাপী এ আয়োজন ঘিরে চলছে প্রবাসীদের প্রস্তুতি।

ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের সভাপতি মসিউল আজম খান স্বপন জানান, ওইদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে এ মেলা চলবে বিকেল ৫টা পর্যন্ত।  

তিনি বলেন, “ক্যাম্বেলটাউন বাংলা স্কুল তার দীর্ঘ বিশ বছরের বেশি সময়ের পথচলায় নিয়মিতভাবেই পিঠা উৎসব আয়োজন করে আসছে। উৎসব থেকে অর্জিত পুরো অর্থই স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজে লাগানো হয়। পিঠা উৎসবই স্কুলটির একমাত্র ফান্ড রেইজিং ইভেন্ট।”

এবারের উৎসবের পোস্টার

স্কুলটির অধ্যক্ষ রুমানা খান বলেন, “পিঠা উৎসব সামনে রেখে ছাত্র-ছাত্রীরা মাসব্যাপী নিয়মিত ক্লাসের বাইরে ছড়া, কবিতা, গল্প বলা, গান ও নাচের প্রস্তুতিতে নিজেদের তৈরি করে। উৎসবে শিশুদের পরিবেশনা প্রবাস জীবনে দেশের আমেজ বয়ে আনে।”
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!