ইতালিতে ছুটি না থাকায় ঈদ জামাতে ছিলেন না অনেক বাংলাদেশি

ঈদের দিন সরকারি ছুটি না থাকায় স্বাস্থ্যবিধি সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও ইতালিতে বিভিন্ন স্থানে হওয়া ঈদ জামাতে অংশ নিতে পারেননি অনেক বাংলাদেশি।

সাইফুল ইসলাম মুন্সী, ইতালি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2022, 03:29 PM
Updated : 3 May 2022, 03:29 PM

কোভিড-১৯ সংক্রমণ শুরু হওয়ার পর এবারই প্রথম সকল বিধিনিষেধ ছাড়াই দেশটিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

স্থানীয় সময় সোমবার সকালে দেশটির রাজধানী রোমের পিয়াজ্জা ভিত্তোরিও-র খোলামাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও দেশটির বিভিন্ন স্থানে প্রবাসী বাঙালি কমিউনিটির উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসময় ঈদের জামাতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি আফ্রিকা, পাকিস্তান ও মরক্কোসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা অংশ নেন।

স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ না থাকায় দীর্ঘ দুইবছর পর ঈদের নামাজের পর একে অপরের সাথে আলিঙ্গন করতে দেখা যায়।

এসময় রোমের পিয়াজ্জা ভিত্তোরিও-র অস্থায়ী ঈদগাহে প্রবাসী বাংলাদেশিদের সাথে দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত শামীম আহসান ঈদের জামাতে নামাজ পড়েন।

এসময় তিনি বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানান।

এছাড়া একইদিনে ইতালির বাণিজ্যিক রাজধানী মিলান, বন্দর শহর নাপোলি ও ভাসমানশহর ভেনিসসহ বিভিন্ন স্থানে ঈদুল ফিতরের জামাতে নামাজ পড়েন করেন প্রবাসী বাংলাদেশিরা। 

প্রায় প্রতিটি স্থানেই পুরুষদের পাশাপাশি নারীদেরও ঈদের জামাতে অংশ নেওয়া বিশেষ ব্যবস্থা ছিল।

এসময় মিলানে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী রুহুল আমিন শুভ বলেন, “এবছরই প্রথমবারের মতো পরিবার ছাড়া বিদেশে ঈদ পালন করছি। পরিবার দূরে রেখে ঈদ পালনের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। দেশের ঈদ আর বিদেশের ঈদের অনেক পার্থক্য রয়েছে।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!