প্রবাসীরা অভিযোগ করেন, ‘দেশের নানা প্রয়োজনে এখন জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা পরিচয়পত্র পাওয়া থেকে বঞ্চিত রয়েছেন।'
স্থানীয় সময় রোববার আল আইন সুপার রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে ওই ইফতারের আগে একটি আলোচনা অনুষ্ঠান হয়।
সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইয়াকুব এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আল আইন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোহাম্মদ শেখ ফরিদ আহমেদ।
আরো বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের মিলন, যুগ্ম সম্পাদক ফজলুল করিম হাজারি ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেকান্দর সান।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |