ফটোশপে পিস্তল বসিয়ে যুক্তরাষ্ট্রে প্রবাসীকে ফাঁসানোর চেষ্টা
নিউ ইয়র্ক প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jan 2022 12:59 PM BdST Updated: 15 Jan 2022 09:38 PM BdST
-
ফেইসবুকের ছবি ও ফটোশপে পিস্তলসহ পার্থ গুপ্তের ছবি, ছবি: ডেইলি নিউজ
-
পার্থ গুপ্ত ও শাহনেওয়াজ
ছবিতে ফটোশপের কারসাজিতে পিস্তল বসিয়ে যুক্তরাষ্ট্রে এক প্রবাসীকে ফাঁসানোর চেষ্টা করেছেন আরেক প্রবাসী।
নিজের ব্যবসায়ীক অংশিদার পার্থ গুপ্তের (৪৪) বিরুদ্ধে নিউ ইয়র্কের হোমকেয়ার ও ইন্স্যুরেন্স ব্যবসায়ী শাহনেওয়াজের করা এ হয়রানির মামলা খারিজ করেছে কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি।
শুক্রবার নিউ ইয়র্কের 'ডেইলি নিউজ' পত্রিকায় অনলাইন এডিশনে এ সংবাদ প্রকাশিত হয়।
এতে বলা হয়, পার্থ গুপ্ত হত্যার হুমকি দিয়ে টেক্সট মেসেজ করেছেন ও জ্যাকসন হাইটসে একটি অনুষ্ঠানের পর পিস্তল দেখিয়ে গুলি করার হুমকি দিয়েছেন বলে পুলিশে অভিযোগ করেন শাহনেওয়াজ। এর সমর্থনে পার্থ গুপ্তর ছবির পাশে বিছানায় পিস্তলের ছবি পুলিশকে দেখান তিনি।
অভিযোগ আমলে নিয়ে কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস তদন্ত শুরু করে এবং গত ৪ অক্টোবর পার্থকে গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার ডিস্ট্রিক্ট অ্যাটর্নির আহ্বানে শাহনেওয়াজের সব অভিযোগ খারিজ করে দেন কুইন্স ক্রিমিনাল কোর্টের বিচারক।

পার্থ গুপ্ত ও শাহনেওয়াজ
পার্থ অভিযোগ করেন, “সেই লভ্যাংশ চাইতে গেলেই বিরোধ বাঁধে শাহনেওয়াজের সঙ্গে। বিরোধের পরিপ্রেক্ষিতে এমন ঘটনা সাজানো হয় আমাকে হয়রানি করতে, যাতে আমি আমার ন্যায্য হিস্যা আদায় থেকে বিরত থাকি।”
এ ব্যাপারে শাহনেওয়াজের বক্তব্য জানার চেষ্টা করা হয়, কিন্তু শুক্রবার রাত পর্যন্ত তাকে ফোনে পাওয়া যায়নি।
পার্থ গুপ্তর অ্যাটর্নি ক্যারি লন্ডন শুক্রবার সাংবাদিকদের বলেন, “পিস্তলের পাশে বসে থাকা পার্থ গুপ্তকে হাসতে দেখা যায়। এটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে সহজেই অনুমিত হয় যে ফটোশপের কেরামতিতে ফেইসবুকের হাস্যোজ্জল পার্থ গুপ্তের ছবির পাশে পিস্তল বসিয়ে রাখা হয়েছে। ফেইসবুকের ছবি ও শাহনেওয়াজের সরবরাহ করা পিস্তলসহ সেই ছবিটিও প্রদর্শন করা হয় গণমাধ্যমে। এ কারণে কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি শাহনেওয়াজের মামলাটি খারিজের আবেদন করেন।”
মামলাটি খারিজ হওয়ায় পার্থ গুপ্ত তার পাওনা পেতে শাহনেওয়াজের বিরুদ্ধে মানহানীর জন্য ক্ষতিপূরণ মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
-
ভ্রমণ কাহিনি: পোল্যান্ডের বড় দুটি শহর দেখা
-
বাংলাদেশ লীগ অব আমেরিকার নতুন কমিটি
-
ফ্রাঙ্কফুটে পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে একটি অনুষ্ঠানের অভিজ্ঞতা
-
জেনিভায় বাংলাদেশ দূতাবাসে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
-
জেনিভায় সুইজারল্যান্ড আওয়ামী লীগের আনন্দ উৎসব
-
পদ্মা সেতুর উদ্বোধন উদযাপনে যুক্তরাষ্ট্র প্রবাসীরা
-
কানাডা অভিবাসনের টুকিটাকি ২৮: 'এক্সপ্রেস এন্ট্রি' মানে কি বর্ধিত ফি'তে এক্সপ্রেস সার্ভিস?
-
আমিরাতে বঙ্গবন্ধু পরিষদের আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- হারুনকে সংসদে ‘বাধা দেবেন’ রাঙ্গাঁ