প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা বলছেন, বঙ্গন্ধুর দুই মেয়েকে হত্যার ষড়যন্ত্র হয়েছিল বিদেশে।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কে চট্টগ্রাম ভবনে এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা পদক ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।
প্রধান অতিথি ছিলেন বিশ্বব্যাংকের বিকল্প পরিচালক শফিউল আলম। উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোহাম্মদ আহসান হাবিব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোক্তাদির বিল্লাহ।
আলোচনা করেন মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজি, মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন, মুক্তিযোদ্ধা লাবলু আনসার, মুক্তিযোদ্ধা আবু তাহের ভূইয়া, মুক্তিযোদ্ধা শফিউল আলম, মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, মুক্তিযোদ্ধা এম এ শুক্কুর, মুক্তিযোদ্ধা জাহাঙ্গির আলম, কাজী নয়ন, লুৎফুল করিম, মুক্তিযোদ্ধা সন্তান-প্রজন্ম ফোরামের আহ্বায়ক আশরাব আলী খান লিটন। গান শোনান চন্দ্রা রায়, রাজিব ও খায়রোল বাশার।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |